দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আরও তীব্রতর হওয়ায় সংক্রমণ রোধে মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (০২ এপ্রিল) থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন।
এ বিষয়ে জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. আব্দুল লতিফ জানিয়েছেন, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রাথমিকভাবে সরকারের এমন নির্দেশনা পেয়েছেন।
তিনি বলেন, ‘ইতোমধ্যে গেটের সামনে একটি সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়েছে। আপাতত চিড়িয়াখানা বন্ধ রাখা হয়েছে। এ নির্দেশনা আজ থেকে কার্যকর করা হয়েছে।’
করোনা ভাইরাস মহামারির সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় সরকারের নির্দেশে সমুদ্র সৈকতসহ কক্সবাজারের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। কক্সবাজার ছাড়াও চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ময়মনসিংহ, শেরপুর, সুনামগঞ্জ, পটুয়াখালী, ঝিনাইদহ, সিলেট ও মৌলভীবাজারের পর্যটন স্পটগুলো বন্ধ করে দেয়া হয়েছে।