এই অমানবিক ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দক্ষিণ পাঁচুরিয়ার অম্বলপুর গ্রামে।
মৃত ব্যক্তি হলেন- সাহাজুদ্দিন মোল্লার ছেলে ইয়াছিন মোল্লা (৮৫)।
গত ৬ জুলাই মঙ্গলবার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থতার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ইয়াছিন মোল্লাকে বিকেল ৩টায় মৃত ঘোষণা করেন।
পরদিন ৭ জুলাই দুপুর ১টা পর্যন্ত সন্তানরা বাবার লাশ দাফন না করে জমি ভাগাভাগিতে ব্যস্ত হয়ে পড়লে স্থানীয় ইউপি চেয়ারম্যান সালিশে মধ্যস্থতা হয়। কিন্তু পুলিশ উপস্থিত হলে লাশ প্রথমে মর্গে পাঠানো হয়, পরে সন্ধ্যা ৭টায় লাশ নিজ এলাকায় দাফন করা হয়।
এ বিষয়ে দেবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গেই আমি ঘটনাস্থলে চলে যাই। সালিশের মাধ্যমে মধ্যস্থতার করা হয় তবে ঘটনা স্থলে পুলিশ আসার পর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান আকন্দ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করি। জিডি মূলে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে রাজবাড়ী থেকে লাশ নিয়ে এলে সন্ধ্যা ৭টায় লাশ দাফন করা হয়।