বঙ্গ নিউজ বিডি ডেস্ক : সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মোস্তাফিজুর রহমান সবুজ দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত হলেও সংসদ ভবন, সংসদ সদস্যদের ফ্লাটের কোটি টাকা দরপত্র আহবান করে হরিলুট করে চলেছে।
জানা গেছে, ফ্যাসিবাদ সরকারের পতন হলেও সাবেক ছাত্রলীগ নেতা মোস্তাফিজ চক্র গণপূর্ত অধিদপ্তরে এখন সক্রিয় গত ০৭ ও ০৮ অক্টোবর শেরেবাংলানগর গণপূর্ত বিভাগ-১ এ বার্ষিক ক্রয় পরিকল্পনা এপিপির কাজ সংসদ ভবন এলাকায় ও সংসদ সদস্যদের ফ্লাটের ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করে পছন্দের ঠিকাদারদের সাথে ভাগাভাগি করার প্রক্রিয়া শুরু করেছে। যার দরপত্র Id.no.1024701 Id.no.1024704 Id.no.1024770 Id.no.1024769 Id.no.1006704 Id.no.1006315 Id.no.1006307 Id.no.1024112 Id.no.1024108 Id.no.1024107
শেরেবাংলানগর গণপূর্ত বিভাগ-১ একজন ঠিকাদার বলেন, ফ্যাসিবাদ সরকারের পতন হলেও এখন সংসদের কাজ চলছে যা অপ্রয়োজনীয় নাম মাত্র দরপত্র আহবান করে বিল তুলে নিয়ে ভাগাভাগি করবে।
তিনি আরও বলেন, সংসদ ভেঙ্গে গেছে সংসদ সদস্যদের ফ্লাটে কিজন্য কাজ হচ্ছে বুঝেন না সব লোপাট করবে। মোঃ মোস্তাফিজুর রহমান সবুজ সাবেক ছাত্রলীগ নেতা গণপূর্ত অধিদপ্তরে ফ্যাসিবাদ সরকারের সময় দাপিয়ে বেড়িয়েছেন ঢাকার বাহিরে নির্বাহী প্রকৌশলী হিসেবে চাকরি করেন পুরো সময়টিতেই ঢাকায় কাটিয়েছেন এখনও সংসদ ভবন এলাকার মত গুরুত্বপূর্ন স্থানে পোষ্টিং বহাল তবিয়তে রয়েছেন। ঢাকা গণপূর্ত রক্ষনাবেক্ষন বিভাগে থাকা অবস্থায় প্রধান প্রকৌশলীর প্রজ্ঞাপন অমান্য করে শত ভাগ দরপত্র এলটিএম পদ্ধতির পরিবর্তে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করেছেন যা ইজিপি পোর্টালে দেখলে প্রমান পাওয়া যাবে। মোস্তাফিজুর রহমান সবুজ নামে বেনামে অঢেল সম্পদের পাহাড় গড়েছেন। গুলশান এলাকায় তার দুইটি ফ্ল্যাট, মোহাম্মদপুর দুইটি ছয় তলা বাড়ি ও বসুন্ধারা আবাসিক এলাকায় তার বউ এর নামে একটি ফ্ল্যাট আছে।
এ বিষয়ে তার মন্তব্য জানতে বার বার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।