বঙ্গনিউজবিডি ডেস্ক : স্ত্রীকে ‘খুন করে’ থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন এক ব্যক্তি। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের চিৎপুরের ওই ব্যক্তি থানায় গিয়ে স্ত্রীকে হত্যার কথা জানান। পুলিশ গিয়ে লাশটি ঘরের মধ্যে দেখতে পায়।
ওই ব্যক্তির নাম সঞ্জয় দাস। কলকাতার চিৎপুর থানা এলাকার রাজা মণীন্দ্র রোডের একটি ফ্ল্যাটে স্ত্রী মুনমুন দাসকে নিয়ে থাকতেন তিনি। তাদের সন্তানও রয়েছে। আজ সঞ্জয় দাস থানায় গিয়ে পুলিশকে জানান, তিনি স্ত্রীকে খুন করেছেন। এ কথা জানতে পারে ঘটনাস্থলে যায় চিৎপুর থানার পুলিশ। ফরেন্সিক কর্মকর্তারাও সেখানে যান।
পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে পুলিশ। ঘটনার আকস্মিকতায় বিহ্বল হয়ে পড়েছেন নিহতের স্বজনরা। তবে ময়নাতদন্তের পর জানা যাবে, ওই নারীর মৃত্যু আসলে কীভাবে হয়েছে।
মুনমুনের পরিবারের লোকজনদের দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে মুনমুনের স্বামী সন্দেহ করতেন। কারও সঙ্গে কথা বললেই স্ত্রীকে সন্দেহ করতেন সঞ্জয় দাস। সেই সন্দেহেই খুন, নাকি অন্য কোনো কারণে তা খতিয়ে দেখছে পুলিশ।