গত চার দিনে ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়ে ২০ জন এবং উপসর্গ নিয়ে ৩২ জনসহ সর্বমোট ৫২ জনের মৃত্যু হয়েছে। ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা ডেডিগেটেড এ হাসপাতালে মোট শর্য্যা সংখ্যা রয়েছে ৫১৬টি। বর্তমানে রোগী ভর্তি রয়েছে ৩৪৩ জন।
এদিকে, করোনায় আক্রান্ত রোগীদের স্বজনদের অভিযোগ, গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুত্রবার ভোর পর্যন্ত হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার না থাকায় মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে।
এ প্রসঙ্গে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম মুঠোফোনে জানান, ‘বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের কোন সংকট নেই।’