বঙ্গ নিউজ বিডি ডেস্ক: অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সিন্ডিকেটবাজরা সক্রিয় রয়েছে। সিন্ডিকেট ভাঙুন, যারা সিন্ডিকেট গড়ছে তাদের গ্রেপ্তার করুন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, দুর্ভিক্ষ হওয়ায় দেশে একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাদ্যের স্বয়ংপূর্ণ এনেছিলেন। আমাদের কেন পরনির্ভরশীল হতে হবে? সিন্ডিকেট ভাঙতে সরকারের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। সিন্ডিকেট না ভাঙতে পারলে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ বাঁচবে না।
অন্তর্বর্তী সরকারের কাছে মানুষ রাতারাতি কিছু চায় না। তবে এ সরকারের উদ্যোগগুলো মানুষ দেখতে চায় বলে দাবি করেন তিনি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টা মেজাজ হারাচ্ছেন, জনগণ যখন দাবি করছেন বা সাংবাদিক যখন প্রশ্ন করছেন তারা মেজাজ হারাচ্ছে। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘ডিম কি আমি মেশিন দিয়ে তৈরি করব!’ আপনি তো ভুক্তভোগী মানুষের প্রতি সহমর্মিতার বদলে রূঢ়তা প্রকাশ করলেন। এটি অন্তর্বর্তী সরকারের কাছে কাম্য নয়।
এ সময় রিজভী আরও জানান, কিছু কিছু বাটপার টাইপের মানুষ দলের নাম ভাঙিয়ে শহীদ জিয়া, খালেদা জিয়ার নামে বিভিন্ন কর্মসূচি করছেন। যারা বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন সংগঠন করে বিভিন্ন কর্মসূচি করছেন, তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। আমরা নানা সময়েই এ বিষয়ে বলেছি, আমরা কখনোই তাদেরকে দলীয় লোক হিসেবে গ্রাহ্য করবো না, প্রয়োজনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো।