বঙ্গ নিউজ বিডি ডেস্ক: গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মৃতি সংরক্ষণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বোটানিক্যাল গার্ডেনকে ‘জুলাই উদ্যান-২৪’ নামকরণ করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মফিজ লেক সংলগ্ন এ গার্ডেনটিকে নতুন নামে পুনরায় উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. ইয়াকুব আলী, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. রহিম উল্লাহ, রেজিস্ট্রার এইচ এম আলী হাসান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট প্রমুখ।
আন্দোলনে শহীদ ও হতাহতদের স্মরণ করে উপাচার্য বলেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাই বিপ্লব না হলে আমরা এখানে মুক্তভাবে বিচরণ করতে পারতাম না। তাই জুলাই বিপ্লবের স্মারক হিসেবে বোটানিক্যাল গার্ডেনকে আজ থেকে ‘জুলাই উদ্যান-২৪’ হিসেবে ঘোষণা করছি।
তিনি বলেন, আমরা সবাই বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাবো কিন্তু এই উদ্যান এবং এই গাছ সারাজীবন থেকে যাবে। নতুন শিক্ষার্থীদের এই উদ্যান দেখে বিপ্লবের কথা মনে পড়বে।
২০১৯ সালের আগস্ট মাসে তৎকালীন প্রশাসন বিশ্ববিদ্যালয়ের লেকের পাশে বোটানিক্যাল গার্ডেনের উদ্বোধন করে। তবে দীর্ঘদিন পরিচর্যার অভাবে উদ্যানটি তার বিশেষত্ব অর্জনের পরিবর্তে ঝোপঝাড়ে পরিণত হয়েছিল।