বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি: পুরস্কার এর বিনিময়ে শিশুদের কুরআন এবং নামাজ শিক্ষার আয়োজন।আল-হেরা জামে মসজিদ, পূর্ব শেখদী, যাত্রাবাড়ী, ঢাকা। ৫ থেকে ১০ বছর বাচ্চাদের নিয়ে শুদ্ধভাবে কুরআন শিক্ষা ও ৪০ দিন নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় এর উপর একটা প্রতিযোগিতার আয়োজন করেন। এতে ১৫ জন ছাত্র অংশগ্রহণ করেন। ০১ নভেম্বর ২০২৪ রোজ শুক্রবার জুমার নামাজের সময় আল-হেরা জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বিজয়ীদের নাম ঘোষণা করেন। সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেন ফাইয়াজ ইবনে জেহাদ ফাহিম। দ্বিতীয় মোহাম্মদ আব্দুল্লাহ, তৃতীয় মোঃ আলামিন ইসলাম শিশির , চতুর্থ আবু সুফিয়ান, পঞ্চম মোঃ নাঈম মোল্লা। পাঁচজনকে একটি করে সাইকেল উপহার ঘোষণা করেন। বাকি ১০ জনের জন্যও সাধারণ পুরস্কার ঘোষণা করেন।
এই মহৎ উদ্যোগের জন্য এলাকাবাসী আল-হেরা জামে মসজিদকে কৃতজ্ঞতা জানায়..
আল হেরা জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বয়স্ক মুসল্লিদের জন্য শুদ্ধ কোরআন শিক্ষা ৫ তারিখ থেকে আরম্ভ করার ঘোষণা করেন।
এই মহৎ উদ্যোগের জন্য আল হেরা মসজিদের কমিটিকে অশেষ ধন্যবাদ।