মোঃ সুমন চৌধুরী, সাংবাদিক টংগী, গাজীপুর। চাঞ্চল্যকর সেলিম হত্যা মামলার প্রধান আসামি কুখ্যাত সন্ত্রাসী আলী আকবর রনি কে তার টঙ্গীর নিজ বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ০৮/১১/২৪ ইং শুক্রবার সন্ধ্যা সাতটার সময় স্থানীয় (টঙ্গী পূর্ব থানা) পুলিশ এই কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করে থানা হাজতে প্রেরণ করে।
পূর্ব শত্রুতার জের ধরে ২৯ আগস্ট দিবাগত রাত আনুমানিক দুইটার সময় সেলিমকে বাসা থেকে নির্জন স্থানে ডেকে নিয়ে যায় রনি। রনির পরিকল্পনা মত সেখানে আগে থেকেই অবস্থান করা আরো ৩/৪ জন মিলে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করে সেলিমকে।
এ ঘটনায় নিহতের পিতা বিল্লাল মিয়া ২৯ আগস্ট টঙ্গী পূর্ব থানায় পাঁচজনকে আসামি ও ৩ /৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় পুলিশ তিনজনকে আটক করলেও হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত রনিকে সেই সময় গ্রেফতার করতে পারেনি পুলিশ।
নিহত সেলিম (২২) নরসিংদী জেলার শিবপুর থানার নয়াদিয়া গ্রামের বিল্লাল মিয়ার ছেলে। সে একটা হোটেলে কাজ করতো। টঙ্গীর কেরানিটেক বস্তির স্থায়ী বাসিন্দা রনির বাসায় ভাড়া থাকতো।
এলাকাবাসীর মতে, রনি এলাকায় চিহ্নিত সন্ত্রাসী এবং দীর্ঘদিন হলো মাদক ব্যবসার সাথে জড়িত। তার ভয়ে স্থানীয়রা কথা বলার সাহস করে না। একাধিক মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী রনি।
প্রায় দুই মাসের অধিক সময় আত্মগোপনে থাকা রনি পুলিশের হাতে গ্রেফতার হওয়ায় এলাকার বাসীর মনে স্বস্তি ও চাঞ্চল্য তৈরি হয়েছে। নিহতের বাবা বিল্লাল মিয়া এবং তার স্বজনেরা আসামীর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড কার্যকারের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, কুখ্যাত সন্ত্রাসী রনি যাতে আইনের কোন ফাঁক-ফোকর দিয়ে বের হয়ে আর কোন মায়ের বুক খালি করতে না পারে সেজন্য জোর দাবি জানিয়েছেন স্বজনরা।