কুমিল্লা, ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় তিনলাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
সোমবার সন্ধ্যা১১/১১/২০২৪ই ৬টায় মাধবপুর ইউনিয়নের মিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের মৎস্যচাষি মোঃ আবু সালেহ মিয়া মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করে আসছেন।
ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি মোঃ আবু সালেহ মিয়া বলেন,একটি পুকুরের প্রায় (৩,০০০০০)তিন লক্ষ টাকার মাছ ছিল। আর কয়েক দিন পর মাছগুলো বাজারে বিক্রি করলে প্রায় (৬০০০০০)ছয় লাখ টাকার বিক্রি হত। মাছ পুকুরে লাফালাফি করতেছে এমন সময় আমাকে খবর দিল পুকুরে এসে দেখি মাছগুলো মরে ভেসে আছে। পুকুরে বিষ দেয়ায় কারণে আমার অনেক টাকার ক্ষতি হয়েছে।
ভিযুক্তরা হলেন একি ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত মোমেনমিয়ার চার পুত্র নুর আলম(৪৪),বদিউল আলম(৪০) জানে আলম(৪২),বাছির আলম(৩৫), বদি আলমের পুত্র ইয়াসিন(১৮) ও।
আবু সালেহ বলেন, দির্ঘদিন থেকে আমাকে বেকায়দায় ও অসুবিধায় ফেলার জন্য নানা ষড়যন্ত্র করে আসছে। আমার সাথে নুর আলম ও আমি এই পুকুরটি মাছ চাষ করিতাম এখন আমি একক ভাবে মাছ চাষ করিতেছি এবং বাড়ির জায়গা নিয়েও দীর্ঘদিন যাবত ঝগড়া করে আসিতেছে আমাকে অশ্লীল গালিগালাজ করেন। আমাকে উদ্দেশ্য করে বলেন আমাকে বিনাশ করে ছাড়বে,আমাকে ক্ষতিগ্রস্ত করে সর্বস্বান্ত করবে। এবং এ বিষয়ে মামলা করলে আমাকে প্রাণে মারার হুমকি পর্যন্ত দিয়েছেন।
অভিযোগের বিষয়ে বদি আলম বলেন আবু সালেহ আমার আপন চাচা আমরা তাহার ক্ষতি করতে যাব কেন। পারিবারিকভাবে আমাদের ঝগড়া হয়েছিল এই নিয়ে অনেক আগেই থানায় চাচার নামে অভিযোগ দাখিল করেছিলাম। আমাদের উপর আনিত অভিযোগ সঠিক নহে। বাছির আলম বলেন পুকুরে বিষ দিয়েছে শুনেছি কেবা কারা করেছে এই বিষয়ে কিছুই জানিনা।
আবু সালেহা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কে জানাইয়া নিরুপায় হইয়া ব্রাহ্মণপাড়া থানার অভিযোগ দাখিল করেন।