বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিগত ৫০ বছরে আমাদের সন্তানরা যা চেয়েছে সেটার ওপর গুরুত্ব না দেয়ার কারণেই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। জেন্ডার সমতা অর্জন ও নারীদের ক্ষমতায়ন ত্বরান্বিত করতে এবং বিপিএফএ-এর কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন করতে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এবং ইউএন উইমেনের যৌথ আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। দেশের নারী অধিকার বাস্তবায়নে বিভিন্ন সংস্থা ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রায় একশ নারী এতে অংশ নেন। এ সময় উপদেষ্টা আরও বলেন, নারীদের সকল কষ্টের সাথে পুরুষদের থাকতে হবে। সাইবার ভায়োলেন্স নিয়ে তিনি বলেন, এটি নিয়ে আরও ভাবতে হবে এবং কাজ করতে হবে। এটি যেন আমাদের শিশুদের জন্য ক্ষতির কারণ না হয়।
মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিনারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেসেন্টেটিভ গীতাঞ্জলি সিং। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মোখলেসুর রহমান সরকার।