জুনায়েদ আহম্মেদ, প্রতিনিধি, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের বশিকপুরে পলাশ মজুমদার নামের এক কৃষকের লাউ বাগান বিনষ্ট করার অভিযোগ ওঠেছে। এঘটনার পরপরই অভিযুক্ত লিটন আতœগোপনে রয়েছে। খবর পেয়ে জনপ্রতিনিধিসহ স্থানীয়রা ক্ষতিগ্রস্থ কৃষকের বাগান দেখতে যান। কৃষকের দাবি, এতে তার প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এর আগে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের দেওয়ানজী বাড়ির সামনে এঘটনা ঘটে।
ভুক্তভোগী পলাশ মজুমদার বশিকপুর দেওয়ানজী বাড়ির খোকন মজুমদারের ছেলে ও পেশায় একজন কৃষক। অভিযুক্ত লিটন ভৌমিক একই এলাকার ব্যাপারী বাড়ির শৌলিন ভৌমিকের ছেলে।
ক্ষতিগ্রস্থ কৃষক পলাশ মজুমদার বলেন, বন্যায় একাধিকবার ক্ষতির সম্মুখীন হওয়ার পরও শীতকালিন সবজি হিসেবে লাউ বাগান করেন পলাশ। তাদের প্রতিবেশী লিটন কোন কাজকর্ম না করলেও তুচ্ছ ঘটনায় সম্প্রতি দেশীয় অস্ত্র নিয়ে একই এলাকায় কয়েক বাড়িতে মানুষকে ভয়ভীতি দেখায়। এনিয়ে স্থানীয় পোদ্দার বাজার পুলিশ ক্যাম্পকে অবহিত করলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেন। পরে লিটন ক্যাম্প থেকে এসে আরো ক্ষিপ্ত হয়ে পলাশের লাউ বাগান কেটে বিনষ্ট করে দেয়।
এবিষয়ে জানতে অভিযুক্ত লিটনের বাড়িতে গেলে তার স্ত্রী ছাড়া আর কাউকে পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য নুর নবী জানান, লিটন বেকার জীবন নিয়ে ঘুরাফেরা করে। সে অন্যায়ভাবে লাউ বাগানটি বিনষ্ট করেছে। ঘটনার পর থেকেই সে আতœগোপনে রয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষককে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।