তিন উইকেটে ১৪০ রান নিয়ে পঞ্চম তথা শেষদিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। প্রথম ঘণ্টা ঠিকঠাক কাটিয়ে দেন দুই ব্যাটসম্যান ডিওন মেয়ার্স ও ডোনাল্ড টিরিপানো। তবে এরপরই মিরাজ ও তাসকিনের আক্রমনে দিশেহারা হয়ে যায় তারা।
এই দুই বোলার মাত্র ১৯ বলের মাঝে শিকার করেন ৪ উইকেট। মেয়ার্স ২৬ রান করলেও টিমিসেন মারুমা ও রয় কাইয়া রানের খাতা খুলতে পারেননি। রেগিস চাকাভা করেন ১ রান।
এরপর ম্যাচ হার ঠেকাতে আপ্রাণ লড়াই করেন টিরিপানো ও নাউচি। তবে তাদের প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। লাঞ্চের পরই নাউচিকে ১০ রানে ফেরান তাসকিন। এরপর একপ্রান্তে লড়ে যাওয়া টিরিপানোকে আউট করেন এবাদত হোসেন।
নাগাভাকে বোল্ড করার মাধ্যমে জিম্বাবুয়ের শেষ উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। এটি ইনিংসে তার চতুর্থ উইকেট। এছাড়া তাসকিনও চার উইকেট শিকার করেন।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৪৬৮ রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে এক উইকেটে ২৮৪ রান তুলে ডিক্লেয়ার করে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ২৭৬ রান করেছিল জিম্বাবুয়ে।