1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সাহিত্য উৎসব পল্লী কবি জসীম উদ্দিন পদক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘুরে আসুন সীতাকুণ্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে অপহরণের ২৩ দিনেও মিলেনি মাদ্রাসাছাত্র মোতাসিম বিল্লাহর সন্ধান গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন ‘সামাজিক ন্যায়বিচারে রুবি গজনবী পুরস্কার জিতল নারীপক্ষ “ ঠাকুরগাঁওয়ের বাজারে উঠছে নতুন আলু : দাম পেয়ে খুশি কৃষকেরা নিবন্ধন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনিবন্ধিত বাচ্চাদের বাড়ী বাড়ী গিয়ে সচেতনতামূলক বার্তা ও পরামর্শ প্রদান নেত্রকোনা পূর্বধলায় জমি উদ্ধারের সংবাদ সম্মেলন বান্দরবানে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতিচারণ শীর্ষক ফ্যাসিবাদ বিরোধী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শুধু লোক দেখানো পরিবর্তন নয়, সবাইকে কথা বলার সুযোগ করে দেয়াই হলো সরকারের প্রধানতম লক্ষ্য -সুপ্রদীপ চাকমা

বিএনপিতে অনুপ্রবেশকারী ঢুকানোর জিরো পারসেন্ট সুযোগ নাই :আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপিতে কোন অনুপ্রবেশকারীদের দলের ভিতরে ঢুকানোর জিরো পারসেন্ট সুযোগ নাই জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। দলীয় নেতাকর্মীদের দৃঢ় ভাবে সতর্ক করে তিনি বলেন,আপনাদের যাদের হাত ধরে এই অনুপ্রবেশকারীরা সহযোগিতা পাবে, যাদের নামে আমাদের কাছে তথ্য উপাত্ত সহ যদি প্রমান আসে,তাহলে তারা কিন্তু বিএনপি করার যোগ্যতা হারিয়ে ফেলবেন।

আজ সোমবার (০৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর উত্তরখান থানাধীন শাহ কবির মাজার প্রাঙ্গনে থানা বিএনপি আয়োজিত এক কর্মীসভাও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি আরও বলেন,আপনাকে দল থেকে অব্যহতি দেয়া হলে,আপনি যে গত ১৭ বছর ধরে কষ্ট করেছেন,তা এক নিমিষেই কিন্তু শেষ হয়ে যাবে,কিন্তু আমরা সেটা চাই না। বাংলাদেশে গত দেড় দশক ধরে আওয়ামী লীগ যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে,সেটা এক মুহূর্তের জন্য আপনারা ভূলবেন না।

আমিনুল হক নেতাকর্মীদের বলেন,গত ২৮ অক্টোবর এর পূর্বে ও ২৮ অক্টোবর এর পরবর্তীতে এবং গত ৫ আগষ্ট পর্যন্ত কারা রাজপথে ছিলেন আর কারা ছিলেন না,আমরা কিন্তু সবাইকে চিনি। আর রাজপথে থেকে যারা সাহসী ভূমিকা রেখেছিলেন,তাদেরকে দল থেকে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। আর যারা নামে মাত্র ছিলেন,তাদের দলে কোন স্হান নেই।

যারা আন্দোলন সংগ্রাম করেছেন অনেকেই বলেন-আমরা কি নতুনদের ভিড়ে হারিয়ে যাবো কিনা উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন,আমি ত্যাগীদের দৃঢ় ভাবে বলতে চাই- আপনাদের হারিয়ে যাবার কোন সুযোগ নাই। কারন আপনারা দলের পক্ষে, দেশের পক্ষে এদেশের সাধারণ মানুষের পক্ষে সাহসীকতার সহিত রাজপথে আন্দোলন করছেন,আপনাদেরকে সরানোর মতো ক্ষমতা কারও নাই।

আমিনুল হক বলেন, গত ১৭ বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি এবং সেই আন্দোলন সংগ্রামের সফলতা হিসেবে গত জুলাই আগষ্টের ছাত্র জনতার গণআন্দোলনে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।

তিনি বলেন, এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে গত ১৭ বছরে আমাদের বহু ভাইদের খুন করা হয়েছে, গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে এবং অনেকে পঙ্গুত্ব বরন করে অসহায় জীবন যাপন করছেন।

কর্মশালায় ৩১ দফার বিভিন্ন দিকগুলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিতভাবে নেতাকর্মীদের সামনে উপস্থাপন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

উত্তরখান থানা বিএনপির নেতাকর্মীদের নিয়ে দুপুর আড়াইটায় পবিত্র কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে ও দেশাত্মবোধক গান গেয়ে কর্মশালা শুরু হয়।এরপর দলের নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে যা চলে রাত ৭.৩০ টা পর্যন্ত।কর্মশালায় ৩১ দফা নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন আমিনুল হক।

কর্মশালায় প্রধান বক্তার বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।উত্তরখান থানা বিএনপি আহবায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য রফিকুল ইসলাম খান (মেম্বার) এর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন,ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি,এবিএমএ রাজ্জাক(দপ্তরের দায়িত্বে),মোঃ আক্তার হোসেন,আতাউর রহমান চেয়ারম্যান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,এম কফিল উদ্দিন আহমেদ,আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ,শাহ আলম,মাহাবুবুল আলম মন্টু,মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার,আলী আকবর আলী,ডাঃ এ কে এম কবির আহমেদ রিয়াজ,সালাম সরকার,নুরুল হুদা ভূঁইয়া, ইব্রাহিম খলিল(সহ-দপ্তর), তাসলিমা রিতা,জাসাস ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক শরিফুল ইসলাম স্বপন,শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কাজী শাহআলম রাজা,সদস্য সচিব কামরুল জামান,মহানগর উত্তর মহিলাদল সদস্যসচিব এ্যাড রুনা লায়লা, স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শেখ ফরিদ,সদস্যসচিব মহসিন সিদ্দিকী রনি,কৃষকদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি আরশাদুল আরিস ডল,ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ,ছাত্রদল মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক রাসেল বাবু,তাতীদল ঢাকা মহানগর উত্তর আহবায়ক শামসুন্নাহার বেগম,উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম বেপারী, উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা আব্দুস ছালাম,উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম খান, দক্ষিণখান থানা বিএনপি যুগ্মআহবায়ক দেওয়ান মোঃ নাজিম উদ্দীন,উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম খান,খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহবায়ক সিএম আনোয়ার হোসেন, বিমানবন্দর থানা বিএনপি যুগ্মআহবায়ক মহিউদ্দিন তারেক,মন্জুর হোসেন পাটোয়ারী প্রমুখ।

দুপুরে মিরপুর ১১ নম্বরে পল্লবী থানা ৫ নং ওয়ার্ড যুবদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিনুল হক।
ওয়ার্ড যুবদলের আহবায়ক ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে সন্মেলনের উদ্বোধক ছিলেন যুবদল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরীফ উদ্দিন জুয়েল,প্রধান বক্তা মহানগর উত্তর এর সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com