বঙ্গ নিউজ বিডি ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সফররত তুরস্ক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠকে বাংলাদেশের বিচার ব্যবস্থা, বিদেশে পালিয়ে যাওয়া ব্যক্তিদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। বৈঠকে ১৬ সদস্যের তুর্কি প্রতিনিধিদল এবং বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি অংশ নেয়।
খসরু বলেন, “বিচার ব্যবস্থা ঠিক না থাকলে দেশে কোনো কিছু ঠিক রাখা সম্ভব নয়।”
তিনি জানান, বৈঠকে সঠিক বিচার প্রতিষ্ঠা, বিচার ব্যবস্থা সংস্কার এবং বিদেশে পালিয়ে যাওয়া অপরাধীদের দেশে ফিরিয়ে এনে তাদের বিচার করার বিষয়েও আলোচনা হয়েছে। তিনি তুরস্কের অভিজ্ঞতার ওপরও আলোকপাত করেন, যেখানে ১২ হাজার বিচারক মধ্যে ৪ হাজারকে বরখাস্ত করা হয়েছে।