বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব মো: আবু ওবায়েদ এর নেতৃত্বে এসআই (নিঃ)/ মোঃ ফয়সাল আহম্মেদ ফোর্স সহ রাত্রীকালীন মোবাইল ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানাধীন ঢাকারগাঁওস্থ দাউদকান্দি হাইওয়ে থানার গেটের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে চেকপোষ্ট করা কালে একটি এশিয়া লাইনের যাত্রীবাহী বাস যাহার রেজিঃ নাম্বার ঢাকা মেট্রো-ব-১৪-১৮৪১ এর যাত্রী ০১। মোঃ সুজন মিয়া (২৫), পিতা- দেলোয়ার হোসেন মিয়া, মাতা-শামিমা বেগম, সাং- চাঁনপুর, সোবাহান মিয়ার মসজিদের সামনে মনু মেম্বারের বাড়ী, ০৮নং ওয়ার্ড, থানা ও জেলা-কুমিল্লা এর নিকট থেকে ০৩ (তিন) কেজি ও ০২। মোঃ হোসেন সাজ্জাদ (২৫), পিতা- হোসেন হাবিব, মাতা-ঝরণা বেগম, সাং-মাঝিগাঁছা বাগান বাড়ী ০৬নং ওয়ার্ড, থানা ও জেলা-কুমিল্লাএর নিকট থেকে ০৩ (তিন) কেজি সর্বমোট ০৬ (ছয়) কেজি অবৈধ মাদকদ্রব্য গাজা উদ্ধার পূর্বক দুই আসামীকে গ্রেফতার করেন ও মাদকদ্রব্য জব্দ করেন। আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা কুমিল্লাস্থ সীমান্তবর্তী এলাকা হইতে উল্লেখিত মাদকদ্রব্য ক্রয় করিয়া অধিক মূল্যে বিক্রয় করার জন্য আইন শৃংখলা বাহিনীকে ফাকি দিয়ে কৌশলে মাদক নিয়ে ঢাকার উদ্দেশ্য রওয়ানা করেন।
দাউদকান্দি মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।আসামীদ্বয়কয়ে কোর্টে প্রেরন করা হয়েছে।