মোঃ আব্দুল আউয়াল খান কেন্দুয়া উপজেলা প্রতিনিধি : শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার বলেছেন, দেশের বরেণ্য বুদ্ধিজীবীগন দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার সুনিপূন কারিগর।
জাতিকে মেধাশূন্য করতে ১৯৭১ সনের ১৪ ডিসেম্বর শিক্ষক,সাংবাদিক,চিকিৎসক,প্রকৌশলী সহ বিভিন্ন শ্রেনী পেশার যেসব বুদ্ধিজীবীকে চোখ,মুখ, হাত,পা বেঁধে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল সেইসব শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করে তিনি বলেন,ইতিহাসের পথে সকলকে হাটতে হবে।
যুগে যুগে কালে কালে বুদ্ধিজীবীগন দেশের জন্যে কাজ করেন,দেশের সকল বুদ্ধিজীবীগনকে সম্মান জানাতে হবে।
বাঁচিয়ে রাখতে হবে।মর্যাদা দিতে হবে বাংলাদেশের বৃহত্তর স্বার্থে।
১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার সকাল ১১ টায উপজেলা পরিষদ মিলনায়তনে আশরাফ উদ্দিন ভুঞার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, প্রানী সম্পদ কর্মকর্তা মতিউর রহমান,
আরও বক্তব্য রাখেন কেন্দুযা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হারুন- অর রশিদ ফারুখী মাওলানা,শরিফুজ্জামান জেহাদী,কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি মোঃ সেকুল ইসলাম খান,উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমকাল সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, জামাযাতে ইসলাম কেন্দুয়া উপজেলা শাখার আমীর মোঁ সাদেকুল প্রমুখ।
সভা শেষে শহীদদের উদ্দ্যেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয।