দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা দাউদকান্দি উপজেলা দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধ বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনের মাঠে মেলার উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা শুধু কর্মের মধ্যে থাকবো না। আমাদের যে নিজস্ব কৃষ্টি, কালচার রয়েছে এই সংস্কৃতির বহিপ্রকাশ মেলাতেই হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের কৃষ্টি, কালচার সবকিছুকে মেলার মাধ্যমে তুলে ধরতে হবে।
বিজয়ের ৫৩ বছর পূর্তিতে এ মেলার আয়োজন করেছে দাউদকান্দি উপজেলা প্রশাসন।