বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ঢাকা জেলার সাভার উপজেলার শিল্পাঞ্চল আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী আলহাজ্ব মাদবর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ১৯ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড ঘোষবাগ ভূঁইয়া পাড়া জামে মসজিদ এলাকায় মটরবাইক যোগে আলহাজ্ব মাদবর পৌঁছালে একদল সন্ত্রাসী চাপাতি রাম দা ও দেশিয় অস্ত্র নিয়ে তার মোটরসাইকেল টি গতিরোধ করে এলোপাথাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। এসময় আলহাজ্ব ভূঁইয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকে রেখে পালিয়ে যায়। তৎক্ষণাৎ স্থানীয় লোকজন আলহাজ্ব ভূঁইয়া কে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায়।
ছাত্রদল নেতা আলহাজ্ব ভূঁইয়া জানান তিনি মটরবাইক নিয়ে ইয়ারপুর ইউনিয়ন ঘোষবাগ ভূঁইয়া পাড়া মসজিদ এলাকায় পৌঁছালে তার উপর সন্ত্রাসীরা হামলা চালায় এসময় তিনি ছাত্রলীগে নেতা আতিকুর কে শনাক্ত করতে সক্ষম হয়। তিনি আরো বলেন তার নেতৃত্বে আরো ৩ থেকে ৪ জন আমার উপর হামলা চালায়।
এসময় ছাত্রদল নেতা আলহাজ্ব মাদবর পরিবারের সদস্যরা বলেন যারা এই সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে তাদের কে দ্রুত আইনের আওতায় আনার দাবি এবং সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি।