জালালুর রহমান, মৌলভীবাজার : আগামী শনিবার(২১ডিসেম্বর) সকাল ১০ টায় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মৌলভীবাজার জেলা জামায়াতের কর্মী সন্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাদ আছর বাংলাদেশ জামায়াতে ইসলামী জুড়ী উপজেলা শাখার উদ্যোগে এক শান্তিপূর্ণ বিশাল প্রচার মিছিল করা করেছে। মৌলভীবাজার জেলা জামায়াত কর্ম পরিষদ সদস্য, মৌলভীবাজার -১(জুড়ী-বড়লেখা) আসন মনোনিত প্রার্থী মাওঃ আমিনুল ইসলাম ও জুড়ী উপজেলা জামায়াত আমীর আলহাজ্ব আব্দুল হাই হেলাল এর নেতৃত্বে একটি শান্তিপূর্ণ প্রচার মিছিল জুড়ী নিউমার্কেট জামে মসজিদ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট সংলগ্ন পথ সভায় মিলিত হয়। পথ সভায় বক্তব্য রাখেন জুড়ী
উপজেলা জামায়াত আমীর আলহাজ্ব আব্দুল হাই হেলাল ও সেক্রেটারি মাওলানা আজিম উদ্দিন। সম্প্রতি,জামায়াতের উক্ত জেলা কর্মী সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান।