জেলা প্রতিনিধি রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর গ্রামে স্বামী পরিত্যক্তা সালমা আক্তার (৩৩) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনায় জড়িত আসামি আরিফ সেখ (৩৬)-কে ঢাকার সাভার থানার গেণ্ডা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তার আরিফ সেখ, বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আলাউদ্দিন সেখের ছেলে। নিহত সালমা আক্তার একই গ্রামের সৈয়দ আলী মন্ডলের মেয়ে।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন বিষয়টি জানান।
পুলিশ সুপার জানান, সালমা আক্তার ২০০৭ সালে আকামুদ্দিন সরদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে ২০২১ সালে পারিবারিক কলহের কারণে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর সালমা তার বাবার বাড়ির পাশে ছেলে সন্তানসহ আলাদাভাবে বসবাস করছিলেন।
চলতি বছরের গত ১ নভেম্বর সন্ধ্যায় সালমা বাবার বাড়িতে ঘাস ও কলাপাতা আনতে যান। এরপর তিনি নিখোঁজ হন। রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় একটি লেবু বাগানে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের বাবা সৈয়দ আলী মন্ডল বাদী হয়ে ২ নভেম্বর বালিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে বালিয়াকান্দি থানা ও জেলা গোয়েন্দা শাখা কাজ শুরু করে। তদন্তে ঘটনার সংগে জড়িত থাকায় শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর ৫টার দিকে আরিফ সেখকে ঢাকার সাভার থানার গেন্ডা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ হত্যার দায় স্বীকার করে জানায়, সালমার উগ্র আচরণ ও প্রতিবেশীদের সঙ্গে খারাপ ব্যবহারে সে ক্ষুব্ধ ছিল পাশাপাশি পারিবারিক অশান্তিতে হতাশাগ্রস্ত ছিল। ঘটনার দিন তর্কাতর্কির এক পর্যায়ে আরিফ সালমার গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে লাশ লেবু গাছে ঝুলিয়ে দেয়।
গ্রেফতারকৃত আসামিকে ২০ ডিসেম্বর আদালতে সোপর্দ করা হয়। সেখানে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব, ডিআইও-১ বিপ্লব দত্ত চৌধুরী, জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ মফিজুল ইসলামসহ অন্যরা।