মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাটের পশ্চিম নয়াপাড়া এলাকা থেকে বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ স্বপন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোঃ স্বপন ফকির (৩৬) কালাই উপজেলার পুনট এলাকার মোঃ মোশারাফ হোসেন ফকিরের ছেলে।
রোববার (২২ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, স্বপন জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল গ্রেফতারকৃত আসামী স্বপনের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে অভিযান পরিচালনা করে জেলার কালাই থানাধীন পশ্চিম নয়াপাড়া এলাকা থেকে ৫০০ পিচ ট্যাপেন্টাডলসহ তাকে গ্রেপ্তার করা হয়। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃত স্বপনকে কালাই থানায় হস্তান্তর করা হয়েছে।