মো:রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুণ্ডে খেজুর গাছ থেকে রস নিয়ে নামার সময় গাছ থেকে পড়ে আনোয়ার পাশা প্রকাশ বুলবুল মিস্ত্রি নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার(২৫ ডিসেম্বর)ভোর বেলায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ বাঁশবাড়ীয়া আকিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। খেজুর গাছ থেকে পড়ে যাওয়া আনোয়ার পাশা ওই গ্রামের ৯নং ওয়ার্ডের কামাল উদ্দিন মেম্বারের বাড়ির মৃত শফিউল্লাহর ছেলে।
স্হায়ীদের কাজ থেকে জানা যায়, আনোয়ার পাশা খেজুর গাছ থেকে রস নামাতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার বাড়িতে খবর দেয়। খবর পেয়ে তার ভাইয়েরা এসে তাকে মুমূর্ষু অবস্থায় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।