1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে বৈধতা অর্জনের সময়মীমা বেঁধে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয়ের অগ্নিদুর্ঘটনায় নিহত ফায়ারফাইটার নয়নের জানাজা সম্পন্ন সচিবালয়ে আগুন, যা বললেন উপদেষ্টা আসিফ শেখ হাসিনা আমলের নথি চাওয়ার পরই তা গায়েব করতে আগুন : রুহুল কবির রিজভী মরহুম ফজলুল হক চেয়ারম্যানের স্মরণ সভায় অংশগ্রহণ করতে পারছেন না বলে তিনি দুঃখ প্রকাশ করেছেন : বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন হাসিনা পরিবার ও তার দোসরদের দুর্নীতির নথিপত্র ধ্বংস করার জন্যে কি এই পরিকল্পিত অগ্নিকাণ্ড? ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বান্দরবানৈর লামায় ত্রিপুরাদের বসতঘরে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৪ *অনির্বাচিতরা দীর্ঘদিন থাকলে অপকর্মে জড়ানোর শঙ্কা* সীতাকুণ্ডের কুমিরাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় মহান বিজয় দিবস উপলক্ষে কালিহাতিতে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রিন্সকে দ্রুত গ্রেফতার দাবী: আমাদের কন্ঠ নির্বাহী সম্পাদক-কে হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪২ বার দেখা হয়েছে

 

মৌলভীবাজার প্রতিনিধি : দৈনিক আমাদের কন্ঠের নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদ-কে ডেসকোর উপ-বিভাগীয় প্রকৌশলী মারুফ সাদিক প্রিন্স কর্তৃক প্রাণনাশের হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব-এর আয়োজনে (২৫ ডিসেম্বর) বুধবার দুপুর ১২টায় স্থানীয় চৌমোহনা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কন্ঠ জেলা প্রতিনিধি মোঃ মশাহিদ আহমদ এর সভাপতিত্বে ও সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার এর সঞ্চলনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- এডঃ স্বপন কুমার দেব (জনবাণী), মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন সভাপতি জাফর ইকবাল, সাংবাদিক জোসেপ আলী চৌধুরী, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, আলী হোসেন রাজন, সাইদুল ইসলাম, আব্দুল বাছিত খাঁন, রিপন আহমদ, আব্দুল মুকিত ইমরাজ, জাহেদুল ইসলাম পাপ্পু, মহসিন আহমদ, সাকির আহমদ, তাওহীদ ইসলাম দাবা একাডেমীর প্রতিষ্টাতা ও পরিচালক তাওহীদ ইসলাম, মাওলানা শরীফ আহমদ, তোফাজ্জল হোসেন, ছাত্র ফোরাম এর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সাকিবুল হাসান, মনজুরুল আলম, হাফেজ মিনহাজ আহমদ প্রমুখ। উল্লেখ্য- ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ছত্র ছায়ায়ায় ও তার মদদে (ডেসকো) তে উপসহকারী প্রকৌশলী হিসাবে যোগদান করেন। ফরিদপুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজেই তার রাজনীতির হাতে খড়ি। পড়াশুনার পাশাপাশি তিনি উক্ত কলেজর জিএস নির্বাচিত হন। পরবর্তী সময়ে ডিপ্লোমা শেষ করে চাকুরীর জন্য ঢাকায় আসেন। যোগদানের পরই তিনি রাজনৈতিক ভাবে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘর্দিন যাবৎ ওই পদে থেকে রাজনৈতিক মদদে অবৈধ উপায়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে। ডেসকো নেতা হওয়ার সুবাদে নিজের স্ত্রী নামে লাবনী এন্টারপ্রাইজ প্রতিষ্ঠান তৈরী করেন। ডেসকোতে সেবা নিতে আসা অনেক ভুক্তভোগি ও ডেভেলপার কোম্পানী ইলেকট্রিক লাইন ও লোডের জন্য আবেদন করলে তাদের কাছে অবৈধ ভাবে টাকা দাবি করতেন। এমনকি টাকা না দিলে আবেদন গ্রহণ এবং কাজ করতেন না। তিনি বিভিন্ন ভাবে গ্রাহককে তাদের লিফ্ট, জেনারেটর, সোলার, সাব-স্টেশন ইত্যাদির কাজ তার স্ত্রীর প্রতিষ্ঠানে লাবনী এন্টারপ্রাইজ এ দিতে বাধ্য করতেন। গ্রাহকরা তার কথামতো কাজ না করলে তাদের আবেদন গ্রহণ করতেন না এবং কাজও দিতেন না। এইভাবে ডেসকোতে তিনি অনৈতিকভাবে প্রচুর টাকা ইনকাম করেছেন। তার রয়েছে ফলসিয়া গ্রামে বাড়ি, যা কিং প্যালেস নামে পরিচিত। বসুন্ধরাতে রয়েছে ১৭৬০ স্কয়ার ফিট সম্মলিত বিশাল বিলাস বহুল ফ্লাট, এন ব্লকে স্ত্রীর নামে ৫কাঠা জায়গায় ১০ তলা বাড়ি ,দামী গাড়িসহ নাম- বেনামে অঢেল সম্পদ। এসব অনিয়ম ও দুর্ণীতির সংবাদ প্রকাশিত হওয়ার কারণে তিনি ক্ষুব্ধ হয়ে নির্বাহী সম্পাদক-কে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি ও গালিগালাজ করেন। বক্তারা এ ফ্যাসিস্ট অনুসারীদের দোসর প্রিন্সকে চাকুরীচ্যুত করে দ্রুত গ্রেফতারের দাবী করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com