মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইকরজানা গ্রামের এক অজোপাড়া গায়ে, গড়ে উঠেছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
(২৫ ডিসেম্বর) বুধবার সকালে, ইকরজানা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ও স্থানীয় সংস্থা এফডিপির সহযোগিতায় ইকরজানা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরন করা হয়। জানা যায় ২০০৯ সালে বালিয়াকান্দি উপজেলা বরপুর ইউনিয়নের ইকরজানা গ্রামে জন্মগ্রহণ করা মোঃ মাহবুবুর রহমান, এলাকার রাস্তা ঘাট না থাকায়, শহরের সাথে যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায়,ও আশেপাশে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায়, এলাকার ছেলে – মেয়েদের কথা চিন্তা করে, ২০০৯ সালে ৩৩ শতাংশ জমি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, বিদ্যালয়র নামে জমি লেখে দেন, সেই থেকে এই বিদ্যালয়ের শিখন কার্যক্রম চালু হয় কিন্তু শিখন কার্যক্রম চালু হলেও বেতন পান না, এই বিদ্যালয়ের শিক্ষক / শিক্ষিকা, আর এই শিক্ষকের জীবন মান ও শিক্ষাথীর লেখা পড়ার কথা চিন্তা করে, এগিয়ে আসেন স্থানীয় বেসরকারি সংস্থা এফডিপি, আর এই বিদ্যালয়ের প্রতিষ্টাতা ও সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, এলাকার ছেলে মেয়েদের কথা চিন্তা করে, আমি ৩৩ শতাংশ জমি স্কুলের নামে দেই,এই বিদ্যালয়ে (দের- শতাধিক) শিক্ষাথী লেখা পড়া করে , শিক্ষার্থীদের উপকরণ ও শিক্ষিকার সম্মানীর ব্যবস্থার জন্য কথা হয় এফডিপির ম্যানেজার মানিক ঘোষের সাথে, তিনি আমাদের বিদ্যালয়ের দেখা শুনা করেন এবং প্রতি বছর এই সংস্থা বিনামূল্যে খাতা কলম সহ খাবার দিয়ে থাকেন। শিক্ষিকা আফরোজা খাতুন বলেন, এফডিপি সংস্থা আমাদের বেতন দেন, এছাড়াও আমাদের স্কুলের খাতা কলম সহ অন্যান্য সহযোগিতা করে থাকেন। এলাকার অভিভাবকরা এই বিদ্যালয় হওয়াতে অনেক খুশি এছাড়াও শিক্ষক সহ এলাকা বাসি বলেন এই বিদ্যালয়টি যাতে সরকারি করা হয়, এটাই সরকারের কাছে আমাদের দাবি।