দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে তালাবদ্ধ ঘর থেকে মো. শাহাদাৎ হোসেন (৩৬) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার ভীরতলা গ্রামে এই ঘটনা ঘটে। লাশ উদ্ধারের পর থেকে তাঁর দোকানের কর্মচারী পলাতক রয়েছেন।
শাহাদাৎ হোসেন স্থানীয় ইলিয়টগঞ্জ বাজারে হালুয়া-রুটির ব্যবসা করতেন। তাঁর বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি গ্রামে। তিনি দাউদকান্দির ভীরতলা গ্রামের একটি বাড়িতে ভাড়া থেকে ইলিয়টগঞ্জ বাজারে ব্যবসা করতেন।
এলাকাবাসী জানায়, গত সোমবার সকালেও ব্যবসায়ী শাহাদাৎ হোসেন বাজারে হালুয়া-রুটি বিক্রি করেছেন। গতকাল বুধবার শাহাদাৎ যে ঘরে থাকতেন, সেই ঘর থেকে দু্র্গন্ধ বের হচ্ছিল। বাড়ির মালিক আবদুর রাজ্জাক মিয়া তালাবদ্ধ কক্ষের জানালা দিয়ে ভেতরে লাশ দেখতে পান। খবর দিলে দাউদকান্দি মডেল থানা-পুলিশ গিয়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে শাহাদাতের দোকানের কর্মচারী একই এলাকার রনি পলাতক রয়েছেন।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, কর্মচারী রনি পলাতক। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত তথ্য জানা যাবে। রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।