1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ১২:০১ অপরাহ্ন

শহীদের রক্তের ওপর লেখা সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে : মির্জা আব্বাস

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ছাত্র-জনতার আন্দোলনকে এককভাবে নিজেদের করে নিতে চায় বৈষম্যবিরোধীরা জানিয়ে মির্জা আব্বাস বলেন, শহীদের রক্তের ওপর লেখা সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে।

রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টন আনন্দ কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের মত বিনিময় সভা য়এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মির্জা আব্বাস।

ছাত্র-জনতার আন্দোলনকে এককভাবে নিজেদের করে নিতে চায় বৈষম্যবিরোধীরা জানিয়ে মির্জা আব্বাস বলেন, শহীদের রক্তের ওপর লেখা সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে।

তিনি বলেন, সংবিধানে খারাপ কিছু থাকলে তা বাতিলযোগ্য। এই সংবিধানকে সংশোধন বা পুনর্লিখন করা যাবে। তবে কবর দেওয়া হবে এভাবে বলা ঠিক নয়। এগুলো ফ্যাসিবাদের ভাষা।
বিজ্ঞাপন

ছাত্র-জনতার আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নিভু নিভু অবস্থায়, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়, সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নামে। এককভাবে কেউ কিছু দাবি করলে জনমনে বিভেদ সৃষ্টি হবে।

এ সময় সচিবালয়ে অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িতরা উপদেষ্টাদের সঙ্গে কাজ করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই শীর্ষ নেতা।

মির্জা আব্বাস বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার কথা ভাবে না। বিএনপির ভাবনা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার বিষয়ে। ১৭ বছর আন্দোলন কাজে লাগে নাই এটা বলা ভুল। ভবন নির্মাণের সময় নিচ থেকেই শুরু হয়, ওপর থেকে নয়। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনও তেমনভাবে হয়েছে। অনেকে অনেক কিছু বলছেন, যা ঠিক নয়।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচন চায়, ভোটাধিকার চায়। জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপি ক্ষমতায় যেতে চায় জনগণের ভোটে নির্বাচিত হয়ে।

উক্ত জনসভায় আরো উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক,বিএনপি’র অর্থ বিষয়ক সম্পাদক ও ডেমরা যাত্রাবাড়ী আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, কাজী আবুল বাশার, রফিকুল আলম মজনু,ঢাকা মহানগর দক্ষিণের বিএনপি সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এবং বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com