বঙ্গনিউজবিডি ডেস্ক : ভ্যাট দাতাদের বরাবরই উৎসাহিত করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে বিভিন্ন সময় লটারি করে ভ্যাটদাতাদের পুরস্কৃতও করা হয়েছে। এবার মাত্র ৫.৯৩ টাকা ভ্যাট দিয়ে এক লাখ টাকা পুরস্কার পেয়েছেন মো. ইমামউদ্দিন নামে এক ভ্যাাট দাতা।
জানা গেছে, গত ২০ জুন সকালে পুরান ঢাকার চকবাজার এলাকায় মেসার্স আমানিয়া হোটেলে মাত্র ৭৯ টাকার নাস্তা করে ভ্যাট বাবদ ৫.৯৩ টাকা দিয়ে এনবিআর কর্তৃক এই পুরস্কার পান ইমামউদ্দিন।
গত ৫ জুলাই অনুষ্ঠিত ইএফডিএমএস সিস্টেম কর্তৃক জুন/২০২১ মাসের জেনারেটেড ইনভয়েসের লাটারিতে (ইএফডিএমএস লটারি জুলাই-২১) প্রথম পুরস্কার বিজয়ী হন ইমামউদ্দিন। আজ বৃহস্পতিবার কাকরাইলে অবস্থিত কাস্টমস এক্সারাইজ ও ভ্যাট কমিশনের কার্যালয়ে এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ও ভ্যাট কমিশনার এসএম হুমায়ুন কবির লটারি জয়ীর হাতে পুরস্কার বাবদ ১ লাখ টাকার চেক এবং করোনাকালীন বিভিন্ন সুরক্ষা সামগ্রী তুলে দেন।