জালালুর রহমান, মৌলভীবাজার: জেলার সদর উপজেলায় যোগদানকৃত সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন এর উদ্যোগে মৌলভীবাজার সদর উপজেলার জনপ্রতিনিধিদের এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের ও জেলা সদরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নবাগত ইউএনও এর সভাপতিত্বে ও মৌলভীবাজার সদর উপজেলার এসিল্যান্ড সানজিদা আক্তার ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বর্ণালী দাসের উপস্থিতিতে জনস্বার্থে মূল্যবান মতামত ও জনঃ গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন মৌলভীবাজার প্রেসক্লাবের একাংশের আহবায়ক বকসি ইকবাল আহমদ, একাটুনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেল আলী, সুশাসনের জন্য নাগরিক (সুজন) মৌলভীবাজার জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও জেলা সদর উপজেলা সুজনের সম্পাদক মোঃ হুমায়ূন রহমান বাপ্পী, মৌলভীবাজার প্রেসক্লাবের একাংশের আহবায়ক কমিটির সদস্য যথাক্রমে ছাদিক আহমেদ, এস এম উমেদ আলী, মু. ইমাদ উদদীন, এম এ হামিদ, মাহবুবুর রহমান রাহেল, মঈনুল ইসলাম, প্রশাসনসহ অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।