রাজবাড়ী জেলা৷ প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে তেঁতুল গাছ থেকে পড়ে সান্টু রায় (৭২) নামে এক চিরকুমার বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বালিয়াকান্দি উপজেলা সদর ইউনিয়নের জাবরকোল গ্রামে।
স্থানীয়রা জানিয়েছেন, বৃদ্ধ সান্টু রায় রবিবার দুপুর ২টার দিকে তার বসত ঘরের টিনের চালের উপর থাকা তেঁতুল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। ডাল কাটতে গিয়ে গাছ থেকে ছিটকে মাটিতে পড়ে যান তিনি। এ সময় পরিবারের লোকজন তাকে বালিয়াকান্দি সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সন্ধা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দায়ের করেনি।