মো:রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম) :
সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন বিএনপি কৃতিক আয়োজিত শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুনামেন্টে জেএসএফ জোড়ামতল একাদশকে হারিয়ে সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে,ব্রাদার হুড মাদামবিবির হাট একাদশ।
বুধবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত খেলায় ব্রাদার হুড মাদামবিবির হাট একাদশে’র কাছে ট্রাইবেকারে ১৩-১২ গোলে পরাজিত হয় জেএসএফ জোড়ামতল একাদশ। শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো ফুটবল টুর্ণামেন্ট। সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৪ এর প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছেন,বিএনপির সাবেক যুগ্ন মহাসচিব,চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী।
বুধবার বিকাল ৩:৩০টায় ঐতিহাসিক কুমিরা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের এই খেলায় প্রধান অতিথির বক্তৃতা করেন,চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইব্রাহিম।
খেলার নির্ধারিত সময়ের প্রথমার্ধের খেলা ০-০ গোলে খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধের ১-১ শূন্য গোলে খেলার নিধারিত সময় শেষ হয়।পরবর্তীতে খেলায় ব্রাদার হুড মাদামবিবির হাট একাদশ ট্রাইবেকারে ১৩-১২ গোলে জেএসএফ জোড়ামতল একাদশকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন।খেলার শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণের এ খেলায় উভয় দলের খেলোয়াড়রা বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও কোন গোল করতে পারেনি। এ খেলা ট্রাইবেকারে জয় নিয়ে ব্রাদার হুড মাদামবিবির হাট একাদশ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। উভয় দলের খেলোয়াড়দের আক্রমণ পাল্টা আক্রমণে টানটান উত্তেজনাপূন্য হয় খেলা।পরবর্তীতে ট্রাইবেকারে খেলা গড়ায়,একে একে দুই দলের ১৩ জন খেলোয়াড় ট্রাইবেকারে অংশ নেন।এতে ব্রাদার হুড মাদামবিবির হাট এক গোল নষ্ট হয়।অপরদিকে জেএসএফ জোড়ামতল একাদশ দুই গোল নষ্ট করে।ট্রাইবেকার শেষে জেএসএফ জোড়ামতল একাদশকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ব্রাদার হুড মাদামবিবির হাট একাদশ।