গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল : গাইবান্ধায় ব্যাটারিচালিত যানবাহন চলাচলে গাইবান্ধা পৌরসভার সিদ্ধান্ত তিন দিন বন্ধ ও তিন দিন চালুর প্রতিবাদে একদিনের কর্মবিরতি পালন করছেন ব্যাটারিচালিত যানবাহন মালিকরা। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী লোক ও শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা শহরে এই কর্মসূচি পালন করছেন তারা। রিকশা ও অটোরিকশা বন্ধ থাকায় হেঁটে জরুরি কাজ করতে হচ্ছে তাদের।
ব্যাটারিচালিত যানবাহনের মালিকরা জানান, জেলা শহরে অটোরিকশা বেশি হয়েছে দাবি করে পৌর কর্তৃপক্ষ ব্যাটারিচালিত যানবাহনগুলোকে দুই কালার করে দেয়। তিন দিন হলুদ কালার বন্ধ রেখে তিন দিন সবুজ কালার যানবাহন চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করে। এমন সিদ্ধান্ত বন্ধের দাবিতে কর্ম বিরতির ডাক দেন তারা।