সাইফুল ইসলাম তুহিন স্টাফ রিপোর্টার :
কলম যার অস্ত্র, হৃদয়ে সাহস,
অন্ধকার ভেদে দেখায় সে আকাশ।
সত্যের খোঁজে পথে পথে যায়,
মিথ্যার জাল ছিঁড়ে আলো দেখায়।
ধূলোমাখা পায়ে ছুটে চলা প্রাণ,
সংবাদের মোড়কে জাগায় সম্মান।
ঝুঁকি নিয়ে রচে ইতিহাস,
মানবতার পথে দেয় সে বিশ্বাস।
নোয়াখালী জেলার বিছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলা গণমাধ্যম কর্মীদের শুক্রবার (১০ই জানুয়ারি) সকাল ৯টা থেকে হাতিয়া প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
হাতিয়া উপজেলার নির্বাচন কমিশনার আ,ফ,ম শামসুউদ্দিন ও আরিফুল মাওলার নির্বাচন মাধ্যমে কমিটি ঘোষণা করেন,
নব নির্বাচিত সভাপতি মোঃ ফিরোজ উদ্দিন,
(সহ সভাপতি)আমির হামজা
(সহ সভাপতি)মুহাম্মদ সাখাওয়াত হোসেন,
(সাধারণ সম্পাক)জিএম ইব্রাহীম,
(সহ-সেক্রেটারী)মুহাম্মদ কেফায়েতুল্লাহ,এক নং (সাংগঠনিক সম্পাদক) জিল্লুর রহমান রাসেল,(সাংগঠনিক সম্পাদক)মোঃ তাজুল ইসলাম তছলিম নবীন (কোষাধ্যক্ষ)মোঃ আকতার হোসেন
সদস্য:মোঃ জাকের হোসেন,মোঃ হানিফ উদ্দিন,মোঃ ছাইফুল ইসলাম
মোটা ১১জন বিশিষ্ট কমিটি গঠন করা হয়।