মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী : নরসিংদীর মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ টি ট্রলি ও ভেকুর ব্যাটারী জব্দ করা হয়েছে।
সোমবার(১৩ জানুয়ারি)বিকালে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের মাদারটেক এলাকায় খালের পাশের সরকারী রাস্তার মাটি কেটে নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃসজিব মিয়া। বিষয়টি টের পেয়ে আসামীরা পালিয়ে গেলেও ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে রাখা ১ টি ট্রলি ও ভেকুর ব্যাটারি জব্দ করে। উক্ত অভিযান সহযোগিতায় ছিলেন মনোহরদী থানা পুলিশ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি)জানান,জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।