মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি।।কুমিল্লা জেলা জজ কোর্টের ভিপি কৌশলী হিসেবে নিয়োগ পেলেন দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের কৃতি সন্তান অ্যাডভোকট জাকির হোসেন পাটোয়ারী। গত ৯ জানুয়ারী ভূমি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি স্মারক নম্বর ৩১.০০.০০০০.০৪৫.৪৫.০৩০.২৪-১৩ জারি করেন সহকারী সচিব তুষার আহমেদ।
এখন থেকে তিনি ভিপি কৌশলী হিসেবে একইসাথে অর্পিত সম্পত্তি, প্রত্যর্পণ, ট্রাইবুনাল/ আপিল ট্রাইবুনাল এবং অন্যান্য দেওয়ানী আদালতে অর্পিত সম্পত্তি সংক্রান্ত মামলা সমূহে সরকারি স্বার্থ সংরক্ষণে দায়িত্ব পালন করবেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম কমপ্লিট করে কুমিল্লা জজ কোর্টে বিজ্ঞ আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন এবং তিনি দীর্ঘদিন বিশ্ব ব্যাংকের লিগ্যাল এ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।