মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী : নরসিংদীতে আমীরে জামায়াতের আগমণ উপলক্ষে জামায়াতে ইসলামী বাংলাদেশ খিদিরপুর ইউনিয়ন শাখার পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৯ জানুয়ারি)রাতে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহম্মদপুর গ্রামের হযরত আলী মাষ্টারের বাড়ী জামে মসজিদে ১৪ ফেব্রুয়ারী নরসিংদীতে আমীরে জামায়াতের আগমণ উপলক্ষে খিদিরপুর ইউনিয়ন শাখার সকল ওয়ার্ড ও ইউনিটের কর্মীদেরকে নিয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জামায়াতে ইসলামী বাংলাদেশ খিদিরপুর ইউনিয়ন শাখার সভাপতি মাও.আঃমজিদ বিল্লাল এর সভাপতিত্বে জেনারেল সেক্রেটারি মাও.ওবায়দুল হক মোদাচ্ছের এর সঞ্চালনায় সকল ওয়ার্ড ও ইউনিটের কর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত সভায় আমীরে জামায়াতের আগমণ উপলক্ষে ১৪ ই ফেব্রুয়ারী জেলা কর্মী সম্মেলন সফল করতে নানা কর্মসূচী গ্রহণ করা হয়।