এস এম শাহজাহান কবির জুয়েল ফরিদপুর জেলা প্রতিনিধি : “শীর্তার্ত, অসহায় মানুষের পাশে দাড়ান-তারেক রহমান” এ সামনে রেখে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
২০ জানুয়ারি সোমবার বিকেল ৪:৩০টায় ফরিদপুর বর্ধিত পৌরসভার মুন্সি বাজার (শহর বাইপাস সড়ক) মোড়ে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ফরিদপুর জেলা মৎসজীবী দলের সাবেক সদস্যসচিব সোহেল আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে ও ফরিদপুর বর্ধিত পৌরসভার ২৭নং ওয়ার্ড বিএনপির নের্তৃবৃন্দদের আয়োজনে এ শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর মহিলা দলের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমটি আক্তার টুটুল, শফিকুল ইসলাম রানু মিয়া, এ্যাড রতন, মিজানুর রহমান মিনান, রেজাউল ইসলাম, এ্যাড আলমগীর, তানভীর চৌধুরী, সৈয়দ দেলোয়ার হোসেন ছীরু, রাশেদ খান, নাজিমউদ্দীন লেনিন, মোহাম্মদ আলী প্রামাণিক, শাহরিয়ার শিথিল, রাকিব, মোস্তফা সরদার, নাসির, ফিরোজ, টুলু, মহিলা দলের নের্তৃবৃন্দ নাজনীন সহ স্থানীয় নের্তৃবৃন্দরা।
এ সময় ফরিদপুর বর্ধিত পৌরসভার ২৭নং ওয়ার্ডের মুন্সিরবাজার, কাফুরা পশরা আংশিক এলাকাসহ আশেপাশের অসহায় দুস্থদের পাঁচশত জনকে এ শীতবস্ত্র (কম্বল) তুলে দেওয়া হয়।