রাঙামাটি প্রতিনিধি : সহ্য করবেন রাঙামাটি কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।
গত সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১ টায় চট্টগ্রাম শহরের খুলশীর একটা বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানান কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ।
ওসি আরোও জানান, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অলি উল্লাহ এ অভিযান পরিচলনা করে। তিনি বলেন, কাপ্তাই থানার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন মামলা নং-০১(১১)২৪ এর মামলার এজাহারনামীয় ১নং আসামী অংসুইছাইন চৌধুরী (৬০) কে গ্রেফতার করা হয়েছে।
অংসুইছাইন চৌধুরীর বাড়ি কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন এর হেডম্যান পাড়ায়।
এছাড়া একই মামলার এজাহারনামীয় ২২নং আসামী মোঃ জুনায়েদ হোসেন (২৫) কে গত সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ঢাকাইয়া কলোনি এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। তিনি ঢাকাইয়া কলোনি এলাকার বাসিন্দা।
পুলিশ জানান আটককৃতদেরকে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।।