বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : সারাদেশে অগ্নিনিরাপত্তা বাড়াতে রাজউক ও জেলা-উপজেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বিশেষ করে শীতকালে অগ্নিদুর্ঘটনা বেড়ে যাওয়ায় বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানগুলোতে মোবাইল কোর্ট পরিচালনার এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অগ্নি সচেতনতা বৃদ্ধি করতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রতিনিয়ত মহড়া, গণসংযোগ, প্রশিক্ষণ, লিফলেট বিতরণসহ নানবিধ কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া ফায়ার সার্ভিসের ইন্সপেক্টরগণ বিভিন্ন প্রতিষ্ঠানকে অগ্নিনিরাপত্তার আওতায় আনতে নিয়মিত পরিদর্শন ও নোটিশ প্রদান করে থাকেন। ফায়ার সার্ভিসের নিজস্ব ম্যাজিস্ট্রেট না থাকায় জেলা ও উপজেলা প্রশাসন এবং ঢাকায় রাজউকের ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
এ পর্যন্ত জানুয়ারি মাসে সারাদেশে মোট ৩৭টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা সঠিক না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে এ পর্যন্ত ৪১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উল্লেখ্য, ২২ জানুয়ারি ঢাকার খিলগাঁও-এর ৩৬৮ স্কাইভিউ নাজমা টাওয়ারে রাজউকের ম্যাজিস্ট্রেট জনাব মোঃ লিটন সরকারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ১০ তলা ভবনটি আবাসিক হিসেবে অনুমোদন নিয়ে বাণিজ্যিক হিসেবে ব্যবহার করায় এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকায় এর বিভিন্ন তলায় বিদ্যমান ৫টি রেস্টুরেন্ট ও ১টি মিনিসো’র শোরুম সিলগালা করা হয়েছে। বাকি দোকানগুলো বন্ধ থাকায় সেগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি। এ সময় ফায়ার সার্ভিসের পক্ষে ঢাকার দুজন জোন কমান্ডার, খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার, দুজন ইন্সপেক্টরসহ অন্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।