1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রসাদপুরে শেষ হলো ১৬ প্রহর ব্যাপী লীলা কীর্তন মাধবপুরে ডাক্তার না হয়েও সকাল বিকাল রোগী দেখেন হাসান মনির মানবতার পক্ষে কাজ করে বিএনপি – আমিনুল হক ভোরের কাগজের সাংবাদিক মাসুম বাদশাহর নিগ্রহের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে ওয়ার্ল্ড জার্নালিস্ট ক্লাব ঠাকুরগাঁও: কেন্দ্রীয় জামে মসজিদের নতুন ৬ তলা ভবন নির্মাণের উদ্বোধন করলেন বিএনপি মহাসচিব খুলনায় আওয়ামীলীগের ঝটিকা মিছিলকারী আরো ৫ নেতাকর্মী গ্রেফতার ‘১৫ বছরে স্বৈরাচারী আ.লীগের হাতে লাঞ্ছিত হয়েছে আলেম সমাজ’ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ফুলতলায় বিদেশি বন্দুক ও দেশিও অস্ত্রসহ গ্রেফতার – ১ মধুপুরে আরএফএল এর এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন

কালিহাতীতে পরীমণির আগমন ঠেকাতে ধর্মীয় মহলের প্রতিবাদ, স্থগিত উদ্বোধনী অনুষ্ঠান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৪২ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি:টাঙ্গাইলের কালিহাতীতে ‘হারল্যান’ নামের একটি কসমেটিকস শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা পরীমণির আসার কথা ছিল। এ নিয়ে ভক্তরা উচ্ছ্বসিত থাকলেও স্থানীয় ধর্মীয় মহল থেকে তীব্র আপত্তি ওঠে। হেফাজতে ইসলামসহ মুসল্লিদের আন্দোলনের মুখে শেষ পর্যন্ত শোরুম কর্তৃপক্ষ উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয়।

পরিকল্পনা অনুযায়ী, শনিবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় কালিহাতীর এলেঙ্গার টিন মার্কেটে ‘অথেনটিক রিটেইল কসমেটিকস শপ হারল্যান’ স্টোরের উদ্বোধনী আয়োজন করা হয়েছিল। প্রায় ১৫ দিন ধরে এই অনুষ্ঠান নিয়ে প্রচারণা চালানো হয়। কিন্তু বিষয়টি নিয়ে হেফাজতে ইসলাম ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা আপত্তি জানিয়ে নানা কর্মসূচির প্রস্তুতি নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পরীমণির আগমনের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন মসজিদে আলোচনা চলতে থাকে। হেফাজতে ইসলামের নেতারা এবং মুসল্লিরা শোরুম মালিক মীর মাসুদ রানার সঙ্গে যোগাযোগ করে অনুষ্ঠান বাতিলের দাবি জানান। একপর্যায়ে, পুলিশ ও অন্যান্য পক্ষের পরামর্শে মালিকপক্ষ অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নেয়।

শোরুমের মালিক মীর মাসুদ রানা বলেন, “আমাদের উদ্বোধনী আয়োজনে পরীমণি থাকবেন, এটাই মূল আপত্তির কারণ ছিল। ধর্মীয় নেতারা আপত্তি তোলেন এবং আন্দোলনের হুমকি দেন। থানা পুলিশও বিষয়টি নিয়ে আমাদের সতর্ক করে। তাই আমরা কোম্পানির সঙ্গে আলোচনা করে অনুষ্ঠাটি স্থগিত করি।”

এদিকে, হেফাজতে ইসলাম বাংলাদেশের টাঙ্গাইল জেলা শাখার যুব বিষয়ক সম্পাদক ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কালিহাতী উপজেলার সভাপতি মুফতি সুলাইমান হাবিব এক ফেসবুক পোস্টে লেখেন, “এলেঙ্গায় হারল্যান শোরুমের উদ্বোধনে এক চিত্রশিল্পীর (পরীমণি) আগমনের বিষয়টি জানার পর ধর্মপ্রাণ মানুষজনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরপর স্থানীয় আলেম-ওলামারা শোরুম মালিকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তিনি আমাদের অনুরোধ রাখেন। ফলে আমরা কর্মসূচি স্থগিত করি এবং এ নিয়ে আর কোনো আলোচনা-সমালোচনা না করার আহ্বান জানাই।”

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “ধর্মীয় মহলের চাপের মুখে শোরুম কর্তৃপক্ষ অনুষ্ঠান স্থগিত করেছে।”

পরীমণির আগমনের বিরোধিতা এবং অনুষ্ঠান বাতিলের ঘটনা এলেঙ্গার ব্যবসায়িক পরিবেশে বড় প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকে। শোরুম কর্তৃপক্ষ জানিয়েছে, তারা প্রচারণার জন্য যে বিনিয়োগ করেছিল, তার ক্ষতি হয়েছে। তবে ধর্মীয় ও সামাজিক সমঝোতার স্বার্থে তারা আপাতত নতুন পরিকল্পনার অপেক্ষায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com