বঙ্গ নিউজ বিডি ডেস্ক : করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করতে থাকায় কারাবন্দীদের সঙ্গে তাদের পরিবারের সাক্ষাৎ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। বিকল্প হিসেবে তারা পরিবারের সঙ্গে সপ্তাহে একবার ফোনে কথা বলতে পারবেন।
শনিবার কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনার প্রাদুর্ভাব এড়াতে আজ (শনিবার) থেকে কারাগারে পরিবারের সাক্ষাৎ বন্ধ করা হল। তবে কারাবন্দীরা তাদের পরিবারের সঙ্গে সপ্তাহে একদিন কথা বলার সুযোগ পাবেন। আগে তারা সপ্তাহে ৮ মিনিট পরিবারের সঙ্গে ফোনে কথা বলতে পারতেন। এবার সময়সীমা ২ মিনিট বাড়িয়ে ১০ মিনিট করা হয়েছে।
সম্প্রতি কারা অধিদপ্তরকে দেওয়া এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১ এপ্রিল থেকে একজন কারাবন্দীর সঙ্গে তার পরিবারের একজন সদস্য মাসে একবার দেখা করতে পারবেন। তবে হঠাৎ করেই এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে কারা কর্তৃপক্ষ।
এছাড়াও কারা কর্তৃপক্ষ কারাগারে বন্দী ও কর্মকর্তাদের মাস্ক, হাত ধোয়াসহ সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দিয়েছে।