বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : পূর্ব শেখদি যাত্রাবাড়ী ঢাকায় আলহেরা জামে মসজিদে পবিত্র মাহে রমজানে খতমে তারাবির ইমাম হিসেবে একজন হাফেজ নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ ১লা ফেব্রুয়ারি রোজ শনিবার সকাল সাড়ে নয়টা থেকে নিয়োগ পরীক্ষা শুরু হয়।
নিয়োগ পরীক্ষার বোর্ডের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে হাফেজ মাওলানা মুফতি শহিদুল্লাহ, হাফেজ মাওলানা মুফতি ফয়জুল্লাহ এবং মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল হালিম আল আজহারী। নিয়োগ পরীক্ষা বোর্ডের পরিচালকের দায়িত্ব পালন করেন মসজিদ কমিটির সম্মানিত সিনিয়র সহ-সভাপতি ও উপদেষ্টা, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব হযরত মাওলানা সাইদুর রহমান, মসজিদ কমিটির সম্মানিত উপদেষ্টা জনাব ইসলাম খান, এছাড়া উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ ও কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ এবং মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সেক্রেটারি জনাব শাহজাহান কামাল, এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ ইন্টারভিউ বোর্ডে উপস্থিত ছিলেন। হাফেজ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী সংখ্যা একশত পাঁচজন। তিন ধাপে বাছাই পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিজ্ঞ বিচারক মন্ডলীর সমষ্টিগত নাম্বারের ভিত্তিতে ছয় জন হাফেজ কে প্রাথমিক ভাবে বাছাই করা হয়। এই ছয় জন থেকে দ্বিতীয় এবং সর্বশেষ পরীক্ষা নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থান নির্ধারণ করা হয়। প্রথম স্থান অধিকারী, সিলেটের সন্তান হাফেজ দিলওয়ার হোসেন। দ্বিতীয় স্থান অধিকারী হাফেজ কাউসার আহমেদ। ইন্টারভিউ শেষে বিজ্ঞ বিচারক মন্ডলী ও মসজিদের মুসল্লীবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। সর্বশেষ মসজিদ কমিটির পক্ষ থেকে বাছাইকৃত হাফেজদেরকে দুপুরে আপ্যায়ন করা হয়। উল্লেখ্য আলহেরা জামে মসজিদটি পূর্ব শেখদি যাত্রাবাড়ী এলাকায় অবস্থিত একটি বৃহৎ ও মনোরম মসজিদ এতে পবিত্র রমজান মাসে কয়েক হাজার মুসল্লী তারাবির সালাত আদায় করে থাকেন। বিজ্ঞ বিচারক মন্ডলীর পক্ষ থেকে মুসল্লিদের উদ্দেশ্যে কথা বলেন হাফেজ মাওলানা মুফতি শহীদুল্লাহ। তিনি বলেন অত্যন্ত যত্ন সহকারে ইনসাফের সাথে আল্লাহর মেহেরবানীতে হাফেজ নির্ধারণ করতে সক্ষম হয়েছি। তিনি মুসল্লিদের প্রতি মসজিদ কমিটির প্রতি সন্তোষ প্রকাশ করেন।