1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
গাইবান্ধায় চতুর্থ শ্রেনীর ছা‌ত্রের হার্টে ছিদ্র, টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা দাগনভূঞাতে শিশু শিক্ষার্থীর গর্ভে যে আরেক শিশু অনাগত প্রিয় পাঠক যদি অপরাধের প্রতিবাদ করতে না পারেন,তবে ঘৃনা করুন———। গৌরনদীতে প্রতিবন্ধী ব্যাক্তিদের অধীকার ও জীবন মান উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত সুস্থ জাতি গড়তে খেলাধুলা অন্যতম মাধ্যম : আমিনুল হক সরকারের সহায়তায় নতুন দল গঠন করলে জনগণ মেনে নিবে না : মির্জা ফখরুল রমজানের হাফেজ নিয়োগ নারী-পুরুষের সমান অংশগ্রহণ সমাজের সার্বিক অগ্রগতির জন্য জরুরি —— বেনজির টিটো ইসলামী ব্যাংকের ঢাকা নর্থ ও সাউথ জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) উপ-পরিচালকের মতবিনিময় দাউদকান্দিতে গোল্ডেন ফিউচার একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরন

দাগনভূঞাতে শিশু শিক্ষার্থীর গর্ভে যে আরেক শিশু অনাগত প্রিয় পাঠক যদি অপরাধের প্রতিবাদ করতে না পারেন,তবে ঘৃনা করুন———।

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:-দাগনভূঞা বারাহীগুনি মকছুদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মিনহাজের বিরুদ্ধে ওই মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষন ও ৬ মাস অন্ত:সত্ত্বা অভিযোগের প্রতিবাদে মাদ্রাসা অধ্যক্ষ, ৫নং ওয়ার্ড জামায়াত ইসলাম এর আমীর ওবায়দুল হক এর একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনছি।

অধ্যক্ষের বক্তব্য ও সকল ডকুমেন্টস পর্যালোচনা করে ঘটনার সত্যতা পাওয়া যায়। এই নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করা হলো।
শুরুতে বলে রাখি, মাদ্রাসার অধ্যক্ষ কিশোরীর বিয়ের এর প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য দিয়েছেন।এতে তিনি দাবি করেছেন, ৫ মাস আগে অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে দায়িত্ব থেকে বিদায় দেন। শিক্ষক ও ছাএীর বিয়ে ১০ মাস পূর্বে অনুষ্টিত হয়। গতকাল বৃহস্পতিবার তারা আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে। কিন্তু কিছু দুষ্কৃতকারী উনাদের মাদ্রাসার সুনাম খ্যাতি নষ্ঠ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এই বক্তব্য মাদ্রাসার অধ্যক্ষের।

এবার আসা যাক বিস্তারিত,এইখানে মাদ্রাসার ছাএী বিয়ের সময় কোন শ্রেনীতে পড়ছেন তা বক্তব্যে তিনি খুব সুক্ষ ভাবে এড়িয়ে গেছেন। বর্নণা মতে, ১০ মাস আগে শিক্ষকের সাথে কিশোরী ছাএী বিয়ে কথা জানলেও তাকে বিদায়ী দিলেন ৫ মাস আগে। তাও অভিযুক্ত শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে। বিষয়টি নিয়ে এখানে একটি ধোঁয়াশা থেকে যায়?

তার বক্তব্যে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোটারি পাবলিক করা একটি কাগজ দেখানো হয় এবং ওই শিক্ষার্থীর মায়ের একটি ভিডিও রেকর্ড প্রচার করা হয় । এতে লেখা রয়েছে মাদ্রাসার ৭ তম শ্রেনী ওই ছাএী ২৮ মার্চ ছাগলনাইয়া উপজেলার রাধা নগর ইউনিয়নে কাজীর অফিসে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে বিয়ে বসেন। সেখানে (কাবিন) হয় এবং যা একই দিন ফেনী শহরে নোটারি পাবলিক করানো হয়। কিন্তু এই ডকুমেন্টটি যে সৃজন করাও হতে পারে তা খতিয়ে দেখেনি তারা। ২০২৪ সালে সপ্তম শ্রেনী পড়ুয়া ১২/১৩ বছর বয়সী এই কিশোরী বিয়ে কোন ভাবে আইন সিদ্ধ নয়, তা তারা জেনেও জানেন না! ওই শিশু শিক্ষার্থীর গর্ভে যে আরেক শিশু অনাগত তা নিয়ে কোন কথাই বলেননি তারা। তাহলে কি মাদ্রাসার সুনামের অজুহাতে উনি বা উনারা সব দায় মুক্ত ….!

অন্য দিকে বিয়ের কাবিন ও নোটারি পাবলিক যাচাই-বাছাই করে দেখা যায়, অভিযুক্ত শিক্ষকের বাড়ি হল ফেনী সদরে হকদি গ্রামে। আর মেয়ের বাড়ি বারাহীগুনি মাদ্রাসা সংলগ্ন এলাকায়।এত ছোট মেয়ের বিয়ের কাবিন করতে কেন তাদের যেত হল ছাগলনাইয়ার রাধা নগরে! তার রহস্যটা কি? এমন প্রশ্ন থেকেই যায়—-?
এক বার কাবিন দেখালেন,কাবিনে জম্ম নিবন্ধনের তালিকা নেই এর পর কেন সৃজন করা জন্ম নিবন্ধন দেখিয়ে উকিল দিয়ে নোটারি পাবলিক করতে হল? এর রহস্য কি?

অনুসন্ধানে আরো জানা যায়, মাদ্রাসা কতৃপক্ষের প্রতিবাদ বক্তব্য কালে কিশোরীর মায়ের ভিডিও রেকর্ড প্রচার করলেন? স্ট্যাম্পে মেয়ের নাম দাম প্রকাশ করে দেখাইলেন। কিশোরী মেয়েটি ও তার পরিবারের পরিচয় সামনে আনা কি এত জরুরি ছিলো। মাদ্রাসার অধ্যক্ষ একটি বার কি তারা পরিবারটির কথা চিন্তা করছেন। করেনি। শুধু মাদ্রাসার সুনাম রক্ষার অজুহাত দেখালেন। অভিযুক্ত শিক্ষককে রক্ষার চেষ্টা করলেন। অথচ কিশোরীর দাদা মাদ্রাসাটি প্রতিষ্টা করেছেন। তিনি ও তার পরিবারের কথাটা মাদ্রাসার অধ্যক্ষ একটি বার কেন ভাবলেন না?

কিশোরীর বিয়ে, এই বিয়ে কতটুকু আইনসিদ্ধ,
কিশোরীর পেটে শিশু অনাগত, এই সব দায় কাদের? করা এই দায়ি এড়াতে চাচ্ছেন? প্রশাসনের সহযোগিতা কামনার করেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com