মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই উপজেলার ঠুসিগাড়ি নামক স্থানে বালু ও সিমেন্ট বোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিমেন্টবোঝাই ট্রাকচালকের মৃত্যু হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কালাই থানার ওসি মোঃ জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, ঘন কুয়াশার মধ্যে সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই উপজেলার ঠুসিগাড়ি এলাকায় বালু ও সিমেন্টবোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিমেন্টবোঝাই ট্রাকের চালক এনামুল হক ঘটনাস্থলেই মারা যান। তিনি জয়পুরহাট সদর উপজেলার একাডেমি নগরের মোহাম্মদ আলীর ছেলে। দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাকের কেবিন থেকে মরদেহ উদ্ধার করেন।
ওসি জাহিদ হোসেন বলেন, ‘নিহতের মরদেহ ট্রাকের কেবিনের ভেতর চাপা পড়ে। অপর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।