হাফেজ মাওলানা মুফতি আব্দুল হালীম আযহারী : গত কয়েক দিন যাবত রাজধানী ঢাকায় ঘন কুয়াশা দেখা যাচ্ছে। বিশেষ করে নগরীতে কর্মব্যস্ত মানুষের চলাচল করতে খুবই সমস্যা হচ্ছে।
অতিরিক্ত কুয়াশার কারণে রাজধানীতে সব ধরনের যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। নিয়মিত অফিসগামী মানুষদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা যাত্রাবাড়ী এলাকায় অবস্থিত কাঁচাবাজারে সময় মতো গাড়ি আসতে পারছেনা। এতে ক্রেতা বিক্রেতা উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজধানীর বাহির থেকে ছেড়ে আসা ঢাকাগামী যানবাহন সময় মতো পৌঁছাতে পারছেনা। তাছাড়া স্কুল মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সময় মতো শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ করতে পারছেনা। এতে কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষার্থীরা ক্যাম্পাসে সময়মতো না আসায় জরিমানার স্বীকার হচ্ছেন। আবহাওয়া অফিস জানিয়েছে আরো কিছু দিন থাকতে পারে।
তাই আপাতত কয়েকদিন সবাইকে একটু সহনশীল ও সতর্ক হয়ে চলাচল করতে বলা হয়েছে।