এ কে এম আজাদ বিশেষ প্রতিনিধি : তরুণদের মাধ্যমে পরবর্তী প্রজম্ম সুন্দর বাংলাদেশ পাবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিনুল কায়ছার।বৃহস্পতিবার সকালে চান্দিনা উপজেলা প্রশাসন আয়োজিত তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রতিযোগিতায় বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শুধু বিল্ডিং মানে উন্নয়ন না। আবার উন্নয়ন মানে এই না আগের প্রজম্ম পাটের ব্যাগ ব্যবহার করতো আর আমরা পলিথিন ব্যাগ ব্যবহার করব।উন্নয়ন হবে কালচারে,মাইন্ডসেটে।আমাদেরকে পরিবেশ রক্ষা করতে হবে।পরবর্তী প্রজম্মকে বাঁচাতে হবে।আমাদের মাটি,বাতাস যদি দূষিত হয় আমরা বেশিদিন বাঁচব না।আমরা সবাই পরিবেশ কে রক্ষার জন্য আমাদের জীবনে কিছু পরিবর্তন আনতে হবে।
তিনি আরও বলেন, তরুণরা যা পারে বয়স্করা তা পারে না।এটা আমরা দেখেছি,প্রমাণ হয়েছে।কিন্তু তরুণদের গাইড করতে হবে। বুঝাতে হবে একটা রাষ্ট্র কিভাবে চলে। একটা দেশ কিভাবে পরিচালিত হয়।আবেগের পাশাপাশি জ্ঞান অর্জন করতে হবে। তারুণ্যের শক্তি দিয়ে স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে। আমার বিশ্বাস, তাদের হাত দিয়ে আমরা প্রত্যাশিত বাংলাদেশ পাব।
অনুষ্ঠানে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা খন্দকার।
এসময় উপস্থিত ছিলেন,কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার(গোপনীয়) আব্দুল্লাহ আল নূর আশেক,সহকারী কমিশনার ফাইয়াজ খান,সহকারী কমিশনার রাফিদ খান,সহকারী কমিশনার মালিহা সুলতানা,চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোরশেদ আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার শফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার নাছিমা আক্তার,চান্দিনা পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইউসুফ আলী,চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার,কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল কবির প্রমুখ।