নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরায় বিজয় দিবস নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ ইং এর ফাইনাল খেলা ও খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার রাতে ডেমরার স্হানীয় তাজমহল রোডের পাশে খেলার মাঠে বিজয় দিবস নাইট ক্রিকেট টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিন বিএনপি সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ঢাকা-৫ আসনে বিএনপির প্রধান সমন্বয়কারী আলহাজ্ব নবী উল্লাহ নবী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমানুল্লাহ বক্স।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এসএম রেজা চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আনিসুজ্জামান।
এছাড়াও ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন খান,৬৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার,৬৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান রিপন,৬৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি শুভ হোসেন বাবু, ঢাকা মহানগর দক্ষিন যুবদলের যুগ্ম আহবায়ক শৈকত পন্ডিত,ডেমরা থানা ছাত্রদলের আহবায়ক মাসুদ রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।