এফ এইচ মুন্না বিশেষ প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া উপজেলায় প্রবাসী এক ব্যক্তির জায়গা দখল নিয়ে উঠেছে অভিযোগ। অভিযোগ উঠেছে, সামসুল রহমান সেলিম নামে ভূমিদস্যু এক ব্যক্তি দীর্ঘদিন ধরে তার প্রতিবেশী জায়গা অবৈধভাবে দখল করে রেখেছেন। ২০১৮ থেকে অভিযোগ রয়েছে যে, সেলিম কোনো প্রকার কাগজপত্র প্রদর্শন করতে পারেননি এবং স্থানীয় প্রশাসনও এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না।
স্থানীয়রা জানিয়েছেন, সেলিম সম্প্রতি জায়গাটি দখল করে সেখানে ২০২৪ সালে দোকান নির্মাণ করেছেন এবং ভাড়া আদায় করছেন। এই অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযোগ করলেও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এমনকি, সেলিম সাংবাদিকদেরও হুমকি প্রদান করেছেন। সাংবাদিকরা তার কাছে কাগজপত্র চাইলে সেলিম জানান, “বাবার উপর বাবা আছে,” এবং জানান যে তার মেয়ে জামাই পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তা। সব কিছু সেই মেনেজ করে।
এদিকে, স্থানীয়রা প্রশাসনের নিরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা দাবি করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি কমিশন কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৌখিক ও লিখিত অভিযোগ দায়ের করেন। অবৈধভাবে জায়গা দখল করার বিরুদ্ধে তদন্ত চালিয়ে সঠিক ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে প্রশাসনের কোনো কর্মকর্তা এখনও প্রতিক্রিয়া জানায়নি, তবে স্থানীয়রা দৃঢ় প্রত্যাশা করছেন, দ্রুত এই বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।