বিজয় ধর, রাঙামাটি : ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে রাঙামাটিতে জেলা পর্যায়ের আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
৯ ফেব্রুয়ারী রোববার সকালে রাঙামাটি জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা পর্যায়ের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, তারা কাউখালীর পোয়াপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। অন্যদিকে, কলেজ পর্যায়ে কাউখালী কলেজ চ্যাম্পিয়ন হয়, তারা কাপ্তাইয়ের কর্ণফুলী সরকারি কলেজকে পরাজিত করে।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা। এতে সভাপতিত্ব করেন রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া।
এ ছাড়া বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রাঙামাটি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়া।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রিফাত আসমা বলেন,
“আজকের বিতর্ক প্রতিযোগিতায় জেলার ৭টি স্কুল ও ৪টি কলেজ অংশগ্রহণ করেছে। যারা বিজয়ী হয়েছে, তারা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে। এই আয়োজন শিক্ষার্থীদের যুক্তি ও বিশ্লেষণধর্মী চিন্তাকে আরো বিকশিত করবে।”
রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বলেন,
“বিতর্ক প্রতিযোগিতা যুক্তির খেলা। যুক্তির মাধ্যমে নিজেদের মত প্রকাশ করতে পারাই শিক্ষার্থীদের মানসিক বিকাশের অন্যতম উপায়।”