রাঙামাটি প্রতিনিধি :- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় ইটভাটা চালু করার অপরাধে এমএমসি, কেবিএম ও ফাইভ স্টার ইটভাটা মালিকদেরকে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা আদায় করে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন। এর আগেও আড়াই লাখ টাকা জরিমানা আদায় করে তিন ইটভাটা বন্ধ করে দিয়েছিলো প্রশাসন। ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় জরিমানা আদায় করার পাশাপাশি সতর্ক করতেও দেখা যায়। উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন, মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে আবার যদি কেও পালাক্রমে ইটভাটা চালু করার চেষ্টা করে তাহলে বুলডোজার দিয়ে চুল্লী গুড়িয়ে দেয়া হবে।